Posts

Showing posts from June, 2020

"পৃথিবী তোমার সুস্থতার অপেক্ষায়"

Image
24/7 Virtual Assistants, Bangladesh - এর যোদ্ধারা সংগ্রাম করে যাচ্ছে নিজেদের নীড় থেকে কারন তারা যোদ্ধা, তারা যে কোনো প্রতিকূল কে জয় করতে পারে, কারন তাদের মধ্যে রয়েছে সাহস, আস্থা ,ভরসা, তারাই পারবে আগামীর পথ চলায় পৃথিবীর সাথে চলতে, নতুন পৃথিবী গড়তে। বেঁচে থাকার জন্য BPO কোম্পানিগুলো এখন বাসা থেকে কাজ করছে , যেখানে আমরা আগে 12 জন কাজ করতাম এখন সেখানে সুযোগের অভাবে মাত্র সাতজন কাজ করছি। যদিও আমাদের সুযোগ রয়েছে অনেকের কাজের জন্য কিন্তু আমরা যোগ্য লোকের অভাবে এখন কাজ করাতে পারছিনা , কিন্তু আমাদের বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি আমাদের যোগ্য লোক পেয়ে যাব এবং তারাও তাদের পরিবারকে সাহায্য করতে পারবে আর্থিক দিক দিয়ে। ঘরে বসেই কাজ করার সুযোগ রয়েছে কিন্তু যোগ্য লোকের বড়ই অভাব। আপনারা যারা নিজেদেরকে যোগ্য মনে করেন তারা যোগাযোগ করুন আমাদের সাথে , আপনারা নিজেরাও এবং আপনাদের পরিবারকে বাঁচান . এই ভয়াবহ সময়ে আমরা যদি কাজ না করতে পারতাম তাহলে হয়তোবা আমাদের অবস্থা অনেক করুণ হতো। আ