Posts

Showing posts from 2018

$$$ অনলাইনে আয় $$$

Image
Fiverr  , Upwork  , Freelancer  , People Per Hour  নামগুলো অনেকেই শুনেছেন। হয়তো কোন এক সময় একাউন্টও করেছিলেন। কালের বিবর্তনে ধৈর্য হারিয়ে ফেলেছেন নিশ্চয়ই। অনলাইনে আয়ের ইচ্ছা অনেকেরই, কিন্তু অল্পবিদ্যা ভয়ংকরী কথাটা জানা আছে তো?   আসুন একটু ঘেঁটে দেখা যাক। মেয়ে সুন্দর হলে আমরা ছেলেরা তাকে সুন্দর সুন্দর কবিতা-ছড়া লিখে টেক্সট করি। আপনাকে কোন ক্লায়েন্ট নক দিলে অথবা Invitation পাঠালে আপনাকেও ঐ ক্লায়েন্টকে পটানোর যোগ্যতা থাকতে হবে। তো যোগ্যতা তো আর কেউ মায়ের পেটে থাকা অবস্থায় অর্জন করেন না। আপনাকে নিজেকে গড়ে নিতে হবে। ক্লায়েন্টকে গুছিয়ে যে ম্যাসেজ পাঠানো হয় তাকে বলে Cover Letter. এটার sample দেখতে নিচের link এ ক্লিক করুন- http://www.247-va.com/2018/01/adsbygoogle-window.html মনে আছে তো অল্পবিদ্যা ভয়ংকরী? তবে কেনো নিজেকে কোন কাজের যোগ্য করে না তুলে আগেই টাকার পিছনে হাঁটছেন? অনেক প্রতিষ্ঠানই আপনাদের শেখাবার জন্যে আছে, সবাই ভাওতাবাজী করে না। আর অধিকাংশ প্রতিষ্ঠানই চায় তাদের শিক্ষার্থীরা ভালো করুক। এক্ষেত্রে ঢাকায় অনেক প্রতিষ্ঠান পেয়ে যাবেন। অথবা Google এ একটি Search দিলেও আপনি

Online Job | Cover Letter

Image
Standard; C onservative Dear Mr. White, Please find my CV enclosed in application for the post advertised in the Guardian on 30 November. The nature of my degree course has prepared me for this position. It involved a great deal of independent research, requiring initiative, self-motivation and a wide range of skills. For one course, [insert course], an understanding of the [insert sector] industry was essential. I found this subject very stimulating. I am a fast and accurate writer, with a keen eye for detail and I should be very grateful for the opportunity to progress to market reporting. I am able to take on the responsibility of this position immediately, and have the enthusiasm and determination to ensure that I make a success of it. Thank you for taking the time to consider this application and I look forward to hearing from you in the near future. Yours sincerely          "X" Standard ; Speculative Dear Mr. Redfin, I am writing to in

চাকুরী নিয়ে ভাবনা? আর না!

Image
"চাকুরী" কারো কারো কাছে সোনার হরিণ, কারো কারো কাছে সে তো অলিভ বস্তু। আপনি জানেন কি বাংলাদেশে বর্তমানে কতজন স্নাতক পাশ করা ছেলে-মেয়ে ১২,০০০ টাকায় চাকুরী পেলেও নিজেকে মানিয়ে নিয়ে চলে? স্নাতক পাশ করে বেসরকারী প্রতিষ্ঠানে মার্কেটিং এর জবের পেছনে ঘুরে অনেকেই। আপনি রাস্তায় বের হলেই দেখবেন অজস্র মানুষ ব্লেজার, টাই-স্যুট পরে রাস্তায় থাকেন। সবাই কিন্তু মাল্টি-ন্যাশনাল কোম্পানীর নয়। অনেকে চাকুরী খুঁজতেও এইভাবে বের হন। বেকারত্ব একটি সামাজিক ব্যাধি অথবা সংকট। ইংরেজি আনএমপ্লোয়মেন্ট (Unemployment) শব্দটি থেকে বেকারত্ব শব্দটি এসেছে। একজন মানুষ যখন তার পেশা হিসেবে কাজ খুজে পায় না তখন যে পরিস্থিতির হয় তাকে বেকারত্ব বলে। বাংলাদেশের শ্রমশক্তি সম্পর্কিত জরিপে (২০০২-০৩ এবং ২০০৫-০৬) ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সের এমন ব্যক্তিকে বেকার বিবেচনা করা হয়েছে যে সক্রিয়ভাবে কাজের সন্ধান করা বা কাজের জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও কোন কাজ করে নি। বাংলাদেশে বেকারত্বের এই সংজ্ঞা দৃশ্যমান ও অদৃশ্য আংশিক কর্মসংস্থান সম্পর্কিত ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উৎপাদনের অন্যান্য উপাদানের মধ্যকার মৌলিক ভারসাম্যহীনত