অবশেষে ই-টোকেনের ঝামেলা ছাড়াই টিকিট কেটে মাত্র ৫ দিনে পেয়ে গেলাম ১ বছরের জন্য ইন্ডিয়ান টুরিস্ট ভিসা

অবশেষে ই-টোকেনের ঝামেলা ছাড়াই টিকিট কেটে মাত্র ৫ দিনে পেয়ে গেলাম ১ বছরের জন্য ইন্ডিয়ান টুরিস্ট ভিসা ।   
ফেব্রুয়ারির ২ তারিখ ১৫ দিনের জন্য জাচ্ছি আমরা ৪ বন্ধু । প্লান [ কলকাতা > আগ্রা > দিল্লী > মানালী > হিমাচল প্রদেশ > কাশ্মীর অথবা পাঞ্জাব > আম্রিতাসর > হারিয়ানা ]
কিভাবে ই-টকেন ছাড়া ভিসা পাবেন
=========================
.
শ্যামলীর একখানা টিকিট কাটুন ১৭০০ টাকা নিবে ( শুধুমাত্র যাওয়ার টিকিট কাটলেই হবে ) । মনে রাখবেন যেদিন পাসপোর্ট জমা দিবেন সেদিন থেকে যেন টিকেটের মেয়াদ অন্তত ৭ দিন পরে হয় । মানে অন্তত ৭ দিন পরে যাত্রার তারিখ হয় । তবে সাবধানতার জন্য আপনি ১৫ দিন নিবেন এবং maximum 30 দিন । যদি মিস হয় তবে যেন আবার জমা দিতে পারেন । এবার কিছু খেলা দেখাতে হবে । মানে চিকন পিনের বুদ্ধি । যেকোন মানি Exchange থেকে ডলার এন্ড্রলস করাবেন । আর আপনার ব্যাক থেকে ব্যাংক ষ্টেটমেন্ট নিবেন । এতে আপনার ভিসা পাবার সম্ভাবনা বেড়ে যায় । যারা উপরের বুদ্ধিতে যাবেন না তারা জেকোন সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক থেকে ডলার কিনে নেন । তবে মাথায় রাখবেন অনেক ব্যাংক আপনার Account না থাকলে ডলার দিবে না । এর পরের নিয়ম গুলা আগের মত
.
টিকিট পাসপোর্টের সাথে পিনা দিয়ে মেরে দিবেন । এ্র পর সব কিছুর ফটো কপি আলাদা ভাবে পিনাপ করবেন ( Application Form এর মেইন কপি জমা দিতে হবে ) । আর Utility Bill + ডলার এন্দ্রলস্মেট এর মেইন কপি ওদের দেখিয়ে নিজের কাছে রেখে দিবেন । সব খানে ফটোকপি দিবেন আর মেইন কপি নিজের সাথে রাখবেন । অনেক সময় ডলার এন্দ্রলস্মেট এর কপি বেনাপোলে দেখতে চায় ।
.
সব ঠিক থাকলে ৫ থেকে ৭ দিনের একটা তারিখ পাবেন 
.
যেভাবে সামনে এগুবেন
==================
১. http://indianvisa-bangladesh.nic.in/visa/ এখানে Apply করবেন
.
২. টিকিট কাটুন ( শুধুমাত্র শ্যামলী + BRTC + রেল + সৌহার্দও +ত্রিপুরা পরিবহন + Air Ticket )
.
৩. সাজাবেন যে ভাবে
* আবেদন ফর্ম ( মেইন কপি )
* NID / BIRTH CERTIFICATE এর ফটোকপি
* UTILITY BILL এর ফটোকপি
* BANK STATEMENT / DOLLAR ENROLLMENT এর ফটোকপি
* STUDENT ID / GO / NOC / TRADE LICENCE এর ফটোকপি
* TICKET এর ফটোকপি
* PASSPORT এর ফটোকপি
.
এগুলো একসাথে পিন মেরে রাখবেন
.
৪. টিকিট PASSPORT এর সাথে পিন মেরে রাখবেন
.
৫. UTILITY BILL , NID আর BANK STATEMENT / DOLLAR ENROLLMENT মেইন কপি নিজের সাথে রাখবেন । দেখতে চাইলে দেখাবেন ।
.
৬. ৬০০ টাকা ভিসা ফি দিয়ে পাসপোর্ট জমা দেবার জন্য লাইনে দাঁড়ান ।
.
কিছু সাধারন জ্ঞানঃ
=============
* Utility Bill : এর সাথে শুধুমাত্র আপনার বর্তমান ঠিকানার মিল থাকতে হবে ।
.
* NID :এর সাথে আপনার নাম আর Permanent ঠিকানার মিল থাকতে হবে ।
.
* ফ্যামেলী ভিসা বা সন্তান বা স্ত্রীর ভিসার জন্য সবার পাসপোর্ট এর কপি সবার ফর্ম এর সাথে দিতে হবে ।
.
* মেয়েদের লাইনে দাড়াতে হয় না ।
.
* ফর্ম এর যেখানে Indian পরিচিত কারো ঠিকানা বা রেফারেন্স চায় সেখানে আপনার কেউ না থাকলে ইন্ডিয়ান যে কোন পপুলার হোটেলের ঠিকানা দিন (Google এ সার্চ দিলে পেয়ে যাবেন )
.
* ফর্ম পুরন করতে গিয়ে সব সময় Temporary ID টা সেভ করুন । কোন কারনে সার্ভার Error হলে নতুন করে ফর্ম না পুরন করে আবার Website এ গিয়ে Complete Partially Filled এ ক্লিক করুন Temporary ID দিন , Capture পুরন করুন । আবার আগের অবস্থানে ফেরন যাবেন
* যারা Expert তারা Autofill Forms addons টা ব্যাবহার করতে পারেন ( এটা না পারলে ব্যাবহারের দরকার নাই )
.
শ্যামলী ভিসা সেন্টারের ঠিকানা
====================
Alamin Apon Heights 27/1/B (1st Floor) Shyamoli,
(Opposite of Shyamoli Cinema Hall)
Mirpur Road, Dhaka-1207
.
নোটঃ এই সুবিধা শুধুমাত্র শ্যামলী ভিসা সেন্টারের জন্য । পাসপোর্ট জমা দেওয়ার সময় রবি থেকে বৃহস্পতি সকাল ৮ টা থেকে ১ টা পর্যন্ত । এখানে কোন দালাল নাই । লাইনে দাড়িয়ে কাজ করতে হয় । ভীর আছে তবে খুব বেশী না । ২ ঘণ্টা লাইনে দারালেই হবে । সকাল সকাল যাবার চেষ্টা করবেন । তাই বলে ভোরে যাবার দরকার নাই  । সকাল ৮ টার মধ্যে গেলেই হবে ।



Comments

Popular posts from this blog

"পৃথিবী তোমার সুস্থতার অপেক্ষায়"

চাকুরী নিয়ে ভাবনা? আর না!

Resources to Learn Bassa